চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী বারুদখানা এলাকায় ৩টি গরু চোরের দল চুরি করে
নিয়ে যায়। গত ৬ জুলাই (মঙ্গলবার) দিবাগত গভীররাতে চোরের দল লোকমান
হাকিমের গোয়াল ঘরে তালা ভেঙ্গে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এতে ২টি ষাঁড় ও একটি বাচুর রয়েছে।
গরু ৩টির আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন গরুর মালিক লোকমান হাকিম। থানা
অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন
তিনি। কোরবানির ঈদে বিক্রির জন্য মোটাতাজা করা গরু চুরি হয়ে
যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক লোকমান।
কোরবানির পূর্ব মুহুর্তে চন্দনাইশে বিভিন্ন এলাকায় গরু চুরি বৃদ্ধি পাওয়ায় আতংকে
রয়েছে গরুর মালিকেরা।