চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও পিকআপ আটক করেছে। গতকাল ৮ই জুলাই গাছবাড়িয়া সড়ক ও জনপথ অফিসের সামনে অভিযান চালিয়ে ৫ হাজার ১০ পিস ইয়াবা ও বহন কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ কক্সবাজার রামু ঈদগাঁও আব্দু সালাম এর ছেলে মো.রিসাদ(২০) নুরশাহর ছেলে মো.নিজাম উদ্দিন (২১) কে গ্রেফতার করে।
পৃথক অভিযানে একই স্থান থেকে ২শত পিস ইয়াবা ও বহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ ফেনি বালিগাঁও মঈনুদ্দিন সপনের ছেলে মহিনুদ্দিন রনি কে গ্রেফতার করা হয়। এছাড়া বরমা বাইনজুরী রমিজ আহমেদ এর ছেলে ১বছরের কারাদণ্ড ভুক্ত আসামী মো.শেখ ফরিদ।ও অপর মামলায় বরকল কানাইমাদারি আব্দুল মাজেদ এর ছেলে কাজী মো.রফিকুল ইসলাম (২২) ও কাজী মো.রাশেদ (৪০) কে গ্রেফতার করে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।