চট্টগ্রাম চন্দনাইশ জিহস ফকির পাড়া কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে নিহত জাহিদুল
আলম (১৭)’র হত্যা মামলার ২ আসামীকে জেল হাজতে দিয়েছেন চট্টগ্রামের
জেলা ও দায়রা জজ্ আজিজুর রহমান ভূইয়া।
গতকাল ১৯ জুলাই দুপুরে জাহিদুল আলম হত্যা মামলার আসামী মো. সাজ্জাদ
হোসেন (২৫), শাহাদাত হোসেন সিহাব (২১) হাইকোর্টের নিদের্শে
আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার
জিহস ফকির পাড়ার ব্রীজ সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং’র সদস্যরা চৌধুরীর
পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদুল আলম ও অপর একজনকে ছুরিকাঘাতে করে
গুরুত্বর আহত করে। জাহিদ একইদিন রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মারা যায়। এ ব্যাপারে তার পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ জনের নাম
উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সে মামলার উল্লেখিত আসামীদ্বয় গত ২১ জুন হাইকোর্ট বিভাগ থেকে ৪ সপ্তাহের জন্য
আগাম জামিন লাভ করেন। মেয়াদ শেষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা
জজ্ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিনের আবেদন না
মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আসামী পক্ষে মামলার পরিচালনা করেন এড.
ছৈয়দ মো. রাসেল। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি.পি. এড. ইফতেখার
সাইমুল চৌধুরী। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ.এইচ.এম
জিয়াউর উদ্দীন, এড. নজরুল ইসলাম, এড. ইলিয়াছ কাজলিল চৌধুরী।