চট্টগ্রাম চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট’২২ এ পূর্ব
চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়-দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে
৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা
মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট’২২ এ দোহাজারী সরকারি
প্রাথমিক বিদ্যালয়-হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে ১১-
১০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিজয়ী দলের মো. রাহাত,
নীহারিকা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
গতকাল ১ জুলাই বিকালে চন্দনাইশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব প্রাথমিক বিদ্যালয়
ফুটবল টুনামেন্ট’২২ এর ফাইনাল খেলা কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী
সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার
চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) গালিব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, অতিথি হিসেবে আ.লীগ নেতা ও শিক্ষা
কমিটির সদস্য মাস্টার আহসান ফারুক, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ
মহিউদ্দিন, চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইছহাক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম
সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, আ.লীগ নেতা যথাক্রমে হেলাল উদ্দিন
চৌধুরী, শেখ টিপু চৌধুরী, আমজাদুল হক চৌধুরী দুলাল প্রমুখ। অনুষ্ঠান
সঞ্চালনায় ছিলেন চন্দনাইশ ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।