কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোসেন, আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া, সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বেগম, আসমা বেগম রিনা, শামসুন্নাহার, সদস্য মুজিবুল হক, সায়েমুল ইসলাম চৌধুরী সাকিম, আব্দুল আউয়াল ভূঁইয়া সোহেল, মীর্জা আলী হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন, আবুল বশর, শাহজাহান, শামীম তৈমুর মাইকেল, কামাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন নয়ন বাঙ্গালী, যুবলীগ নেতা গোলাম সারওয়ার জাসেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শপথ অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবা প্রদানের মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আলকরা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যদের প্রতি আহবান জানান।