চন্দনাইশে মহিলা মাদরাসার ৪তলা ভবন উদ্বোধন
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আজ অনেক সমৃদ্ধ, অগ্রগতি ও সন্তোষজনক। তিনি
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের এমন দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। যারা তাদের
জ্ঞান, বুদ্ধি, সুন্দর চিন্তাশক্তি ও দক্ষতাকে যথার্থ ব্যবহার করে ভিশন-২০৪১ সফলভাবে
বাস্তবায়নের মাধ্যমে ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে অগ্রসরমান
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সোনালি ভবিষ্যতের দিকে। নারী সমাজ
শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তাই নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একজন
শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। এ শিক্ষা
প্রতিষ্ঠানটি মহিলাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজ গঠনে ব্যাপক
ভূমিকা রাখছে।
গতকাল ২৯ জুলাই বিকালে পৌরসভার উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল
মাদ্রাসার দৃষ্টিনন্দন ৪তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এ উপলক্ষে
মাদ্রাসা মাঠে এক সভা পরিচালনা পরিষদের সভাপতি মাও. আবদুল জব্বারের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে দক্ষিণ জেলা
আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক
আবু আহমদ জুনু, সহ-সভাপতি যথাক্রমে এম কায়ছার উদ্দিন চৌধুরী, আবদুল
মালেক রানা, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন,
যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, মহিলা কাউন্সিলর শিরীন আকতার। স্বাগত
বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার মাও. মহসিন সিদ্দিকী, শিক্ষক সানা উল্লাহ
শিবলী’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, যুবলীগ নেতা এসএম মুছা তসলিম,
ফেরদৌস ওয়াহেদ, হেলাল উদ্দিন, আকবর আলী, সিরাজুল মোস্তফা প্রমুখ।