বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ জুলাই রোববার প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু ও এনটিভির দর্শক ফোরামের আয়োজনে শুরুতেই কেক কেটে জন্মদিন পালন করেন অতিথিরা।
পরে আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেসেক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ, সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট, এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, এনটিভি দর্শক ফোরামের সভাপতি সেরাজুস সালেকীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খাঁন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।