ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করে পুলিশ। ৬ জুলাই বুধবার রাতেই কটুক্তিকারী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব পারপুগী (শীবগঞ্জ বাজার) গ্রামের নরেশ কর্মকারের ছেলে নির্মল কর্মকার (৪০) কে গ্রেফতার করা হয়। জানা যায়, ঐ দিন শীবগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে জীবন ও জয়নাল নামে ২ ব্যক্তি একাধিক বিয়ে নিয়ে কথা বার্তা বলছিল। এ সময় নির্মল তাদের সাথে যুক্ত হয়ে নবিজী (সাঃ) কে জড়িয়ে একাধিক বিয়ে নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা বলেন। এ সময় ঐ ২ যুবক ও আপশপাশের লোকজন উত্তেজিত হয়ে নির্মলকে মারপিট করতে উদ্যত হয়ে প্রায় ১ থেকে দেড় হাজার মানুষ জড়ো হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নির্মলকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
সদর থানার এসআই (নিঃ) মো: জাবেদ আলী পিপিএম জানান, নির্মল কর্মকারকে রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। প্রাথমিক তদন্তে নির্মল কর্মকার নবিজী (সাঃ) কে কটুক্তি করার বিষয়টির প্রমান পাওয়া গেছে। অপরদিকে ৭ জুলাই বৃহস্পতিবার নির্মল কর্মকারকে উদ্ধারের সময় পুলিশের উপর হামলা, ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গাড়ি ভাংচুর ও সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে সদর থানার এসআই (নিঃ) হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও ১৫০ থেকে ২শ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হলেন মো: সাদেকুল হুজুর (৫০), মো: আল মামুন (৩০), মো: আ: আউয়াল (৩৫), মো: আল মামুন (৩৭), মো: লিটন মিয়া (২৭), মো: জীবন (২৫), মো: নুর নবী (২১), মো: নজরুল ইসলাম (৫৫), মো: রবিউল (৩৫), বাবুল (৪০), মো: আলতাফ হোসেন (৩৮), সেলিম (৩৫), সুবাহান মুহুরী (৫২), শিল্টি ওরফে শিলপাটার মিস্ত্রি (৪৫) সহ অজ্ঞাত ১৫০ থেকে ২শ জন।
এ ঘটনায় ঐ দিন রাত ১০ টায় শীবগঞ্জ চৌরাস্তায় জরুরী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহম্মেদ বেগ, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জামালপুর ইউপি চেয়ারম্যান এস,এম মোস্তাক আহমেদ প্রমুখ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক এ ঘটনায় নতুন করে কোন প্রকার উশৃংখল কর্মকান্ড ও গুজব না ছড়িয়ে সকলকে আইন শৃংখলা মেনে চলার আহবান জানান।