1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে প্রেস ব্রিফিং । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে প্রেস ব্রিফিং ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৫ বার

মুজিববর্ষ উপলে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ২০ জুলাই বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ২৬ হাজার ২২৯টি ঘর উদ্বোধন করবেন। ঐ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, ঠাকুরগাঁও সদর ইউএনও আবু তাহের মো: শামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক মো. আব্দুল লতিফ, কামরুল ইসলাম রুবায়েত, ইমদাদুল হক ভুট্টো, ফিরোজ আমিন সরকার, নবীন হাসান প্রমুখ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলার ১ হাজার ১৪৬টি ঘর উদ্বোধন করবেন। তাছাড়া তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সহ দেশের মোট ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবেও ঘোষণা করবেন। তিনি আরো জানান, ঠাকুরগাঁও জেলায় প্রথম পর্যায়ে নির্মাণকৃত গৃহের সংখ্যা ছিল ২ হাজার ৬টি। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা ২ হাজার ২৯৬টি। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪৬৬টি ঘর উদ্বোধন করা হয়। বাকী ১ হাজার ১৪৬টি গৃহ উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম