পরিবারের সদস্যদের নিয়ে স্বজনদের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী লাশ হয়ে বাড়ি ফিরছেন।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের চন্দনা বাজারে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ইউসুফ জাবেদ (৩৭) একজন ব্যবসায়ী তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বড় বাড়ির মাওলানা হাবিবুর রহমানে ছেলে এবং খিলা ১নং ওয়ার্ডের বর্তমান ফারুক মেম্বারের সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায় , মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার থেকে সিএনজি করে আবু ইউসুফ জাবেদ তার পরিবারের ৪/৫ জন সদস্যদের নিয়ে নাঙ্গলকোট আত্নীয়ের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছিলেন।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজারে আসলে সিএনজি থেকে সদস্যরা নেমে পড়েন। আবু ইউসুফ জাবেদ তখন সিএনজি পাশে দাঁড়িয়ে চালকের সাথে কথা বলতেছিলো। এসময় নোয়াখালী থেকে আসা কাভার্ড ভ্যানের সিএনজি পিছনে ধাক্কায় দিলে ঘটনাস্থলে আবু ইউসুফ জাবেদ মারা যায়।
খবর পেতে লাকসাম হাইওয়ে থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।
পুলিশের এসআই জসিম উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি এতে একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
লাকসাম হাইওয়ে থানার ওসি কাইয়ুম চৌধুরী ঘটনার সত্যতা নিষ্চিত করেন।