সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সাতকানিয়া উপজেলার উত্তর জনার কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সভাপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব মরতুজা বেগম,ইউ পি সদস্য নুরুনাহার, উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি তানজিনা হক রুনা। শিক্ষক প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস,বিদ্যোৎসাহী মহিলা সিরাজ সোলতানা আরুজ , অভিভাবক সদস্য মোহাম্মদ আলমগীর,সালমা আকতার রুনা,মিনু আকতার ও সেলিম উদদীনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে নির্বাচন কমিটির সকল সদস্য বৃন্দরা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছে।