রবিউল হাসান (রবি)নামের ১৪ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। সে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর ফুলছড়ি কাঠালিয়া পাহাড় গ্রামের মো: আবদু শুক্কুর ও রেনুয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র।
তাঁর গায়ের রং-শ্যামলা, মুখমন্ডলের আকৃতি গোল, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, চুল কালো, লম্বা জুবব্বা পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত ছিল। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
রবিউল খুটাখালী বাজারস্থ মা’হাদ নুর আল আবরার হেফজখানার ছাত্র। গত ১৫ জুলাই শুক্রবার বিকেল ৩ টার সময় বাড়ী থেকে হেফজখানা যাওয়ার নামে কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। তখন থেকে সে আর বাড়ী ফিরে আসেনি।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। বর্তমানেও তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধিন বলে জানা গেছে।
এদিকে, ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। কোন সহৃয়বান ব্যক্তি তাকে খুঁজে পেলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছে নিখোঁজের বাবা-মা।
যোগাযোগের নাম্বার-০১৮১৩-৭০৫১১৩