প্রতিবেশী রাষ্ট্র ভারতের অঙ্গরাজ্য আসামের মুখ্যমন্ত্রী ড. হিমান্ত বিশ্ব শর্মার হাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজ লিখিত বই ‘চট্টগ্রামে বঙ্গবন্ধু’ বইটি উপহার হিসেবে তুলে দেন সাংবাদিক মোহাম্মদ সেলিম।
উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে আসাম সফরে রয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম।
ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সফরে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ও গবেষক মুহাম্মদ সেলিম। এ ডেলিগেশন টিমে সেলিম ছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং যুব প্রতিনিধিরা রয়েছেন।
শনিবার (১৬ জুলাই) বিকেলে তারা ভারতের আসামের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। ডেলিগেশন টিম আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মাসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাত করেছেন। নানা আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ জুলাই দেশে ফিরে আসবে প্রতিনিধি দল।