নোয়াখালী চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে নোয়াখোলার সাধুরখিল থেকে আবুল কালাম আাজাদ নামে এক জনকে ১ কেজি গাজাঁসহ গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে ইউনিয়নের রুহুল আমিনের পোল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।
আটককৃত আবুল কালাম আজাদ লক্ষিপুরের কমল নগর উপজেলার মৃত সেরাজুল হকের ছেলে।
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াশ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সে মাদকের ব্যবসা করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নেওয়া হয়েছে।