ঢাকা জেলা সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পেটানো রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামে এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা।
সোমবার (৪ জুলাই) সকালের দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী।
এর আগে শুক্রবার (১ জুলাই) আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাদাইলের মধ্যপাড়া এলাকায় এ পেটানোর ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
উজ্জ্বল বগুড়া জেলার সাড়িয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাসার কক্ষ ভাড়া নিয়ে নতুন ইপিজেডে ‘প্যাকজার বাংলাদেশ লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন।
উজ্জ্বলের মামাতো ভাই সজিব এ প্রতিবেদককে বলেন, বেশ কয়েকদিন আগে বন্ধু গোলাম রাব্বানীর সঙ্গে মেয়ে সংগঠিত একটি ঘটনায় উজ্জ্বলের সঙ্গে মারামারি হয় জুয়েল নামে এক ছেলের । সেই ঘটনায় শুক্রবার রাতে জুয়েল উজ্জ্বলকে ফোন করে বাসার পাশে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই পাঁচ থেকে সাতজন ওৎপেতে ছিলেন। উজ্জ্বল সেখান থেকে চলে আসার সময় জুয়েল তার হাত ধরে টেনে নিয়ে মাটিতে ফেলে সবাই মিলে রড দিয়ে এলোপাতাড়ি পেটান। পরে খবর পেয়ে আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধানী অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, হাসপাতাল থেকে বিষয়টি জনানো হয়েছে। মরদেহ উদ্ধারে হাসপাতালে যাচ্ছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রাজু মণ্ডল জানান ভুক্তভোগীর পরিবারের সেই অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।