চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার জোয়ারা সরকার পাড়া প্রেমিক রকি’র সাথে ফেসবুকে
প্রেমে জড়িয়ে পড়ে যশোরের দেবীলতা মন্ডল (৩০)। প্রেমের টানে দেবীলতা চন্দনাইশে এসে
প্রেমের স্বীকৃতি না পাওয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অবস্থান করে
আত্মহত্যার প্রস্তুতি নেয়। এতে ব্যর্থ হয়ে প্রথমে চন্দনাইশ, পরে যশোরের নারী ও শিশু
নির্যাতন দমন আইনে প্রেমিক রকি’র বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে। দুই মামলা
থেকে রক্ষা পেতে গত ১৫ জুলাই সকালে রকি ও তার পরিবার চন্দনাইশে সংবাদ সম্মেলন করে।
জানা যায়, যশোরের দেবীলতা মন্ডলের সাথে ৬ মাস পূর্বে চন্দনাইশ পৌরসভার
জোয়ারা সরকার বাড়ির তপন সরকারের ছেলে রকি সরকার (২০) এর সাথে সামাজিক প্রচার
মাধ্যম ফেসবুকের ম্যারেজ মিডিয়ার মাধ্যমে পরিচয় ঘটে। পরিচয়ের সুত্র ধরে একে অপরকে
বিয়ের প্রস্তাব দেয় বলে অভিযোগ করেছেন দেবীলতা মন্ডল। তার দেয়া গত ১০ মে যশোর পুলিশ
সুপারের কার্যালয়ে অভিযোগ সুত্রে জানা যায়, রকি সরকার চট্টগ্রামের প্রবর্তক মোড়ে
একটি রেডিমেট গার্মেন্টেসের কাপড়ের দোকানে চাকুরি করে। তার সাথে পরিচয়ের পর
থেকে বিয়ে করার কথা বলে লক্ষাধিক টাকা বিভিন্ন কৌশলে হাতিয়ে নেয় রকি। এক সময়
তার পিতা মারা যাওয়ার কথা বলে, পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলে বিয়ের
তারিখ পিছিয়ে দেয়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় চলতি বছরের ১২ মে
চট্টগ্রাম এসে অনেক খোঁজাখুঁজির পর রকির বাড়ির ঠিকানা সংগ্রহ করে দেবীলতা।
অবশেষে ১৭ মে বিকেলে দেবীলতা রকি’র বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে
তাড়িয়ে দেয়। দেবীলতা বাড়ির সামনে আত্মহত্যার হুমকি দিলে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার
করে চন্দনাইশ থানায় নিয়ে আসে। দেবীলতা থানায় এসেও আত্মহত্যা করার হুমকি দেয়। ঐ দিন
সকাল থেকে রকিদের বাড়ির আশেপাশে অবস্থান করে বিকেলে চন্দনাইশ সদরে এসে একটি
সেলুনের দোকানে গিয়ে ব্লেইড দিয়ে শরীরে আঘাত করে নিজে আত্মহত্যার চেষ্টা করে। পরে
তাকে পুলিশ চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ
থেকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। এদিকে রকির পিতা তপন সরকার বাদী হয়ে দেবীলতা
মন্ডলের ২ দিনের বিভিন্ন ঘটনা তুলে ধরে আইনী সহায়তা চেয়ে চন্দনাইশ থানায় একটি
অভিযোগ দায়ের করেন। এর ৩ দিন পর পুলিশকে ২০ হাজার টাকা দিয়ে বশ করে, তাকে হত্যা করার
অভিযোগ এনে দেবীলতা চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। এ সময় “পুলিশকে ২০ হাজার
টাকা দিয়ে বশে নিয়ে দেবীলতাকে হত্যা করবে” রকি’র কাকীর বক্তব্য সামাজিক প্রচার
মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
তিনি বলেছেন, রকি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় পরে যশোরের নারী ও
শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। সংবাদ সম্মেলন করে মামলা থেকে বাঁচার কোনো
সুযোগ নেই বলে তিনি জানান।