আধুনিক ও মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে সড়কের শৃঙ্খলা রক্ষায় রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌরসভার সকল রিকশা চালকদের বিনামূল্যে নির্দিষ্ট ড্রেস প্রদান করা হবে বলে জানানো হয়েছে । রাউজান পৌরসভার রিকশাগুলোতে নম্বর প্লেইট সংযোজন ও চালকদের লাইসেন্স প্রদান করা হবে। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় শেষে দুই শতাধিক রিকশা চালকের মাঝে বিনামূল্যে ছাতা বিতরণ করা হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভার প্রকৌশলী ওয়াশিম আকরাম, সার্বেয়ার সোহেল, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, পৌর সুপারভাইজার ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মিজানুর রহমান, তৌহিদুল ইসলামসহ আরও অনেকে। রাউজান পৌরসভার মেয়ের জমির উদ্দিন পারভেজ বলেন,ব্যাটারি চালিত অটোরিক্সামুক্ত একমাত্র উপজেলা ‘রাউজান’।
যা অর্ধযুগ আগে ভেবেছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনেক আগেই রাউজানে ব্যাটারি চলিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের চিন্তা, চেতনা সবই জস্বার্থে, তা আবারও প্রমাণিত। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ আরও বলেন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চারলেন প্রকল্প কাজ চলমান রয়েছে। চারলেন হলে যানবাহন চলাচল আরও বাড়বে। রিকশা চালকদের এখন থেকে সচেতন হতে হবে। যত্রতত্র পার্কিং করা যাবে না। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না, প্রতিটি রিকশায় আবর্জনা ফেলার ঝুঁড়ি সংযোজন করা হবে। রিকশায় যাত্রী থাকা অবস্থায় ধুমপান করা যাবে না। প্রতিটি চালককে পৌরসভার নির্দিষ্ট ড্রেস পরিধান করে রিকশা চালাতে হবে। রাউজান পৌরসভার তালিকাভুক্ত রিকশা চালকদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।