মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাটুপানি হয়ে যাচ্ছে, কারণ একমাত্র পানি অপসারণের খাল দুটি দখল আর দূষণে মজে গেছে। বাজারের উত্তর পাশে ছত্তরুয়া গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র একটি খাল রয়েছে। এই গ্রামে করেরহাট ইউনিয়নের ৪নং ও ৫ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের প্রায় ১ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। খালের উপর করেরহাট থেকে ছাগলনাইয়া সড়কের উপর সড়ক ও জনপথ বিভাগের নির্মিত একটি বিশ ফুটের ব্রিজ রয়েছে।
কিন্তু একটি প্রভাবশালী মহল ব্রীজের পূর্বপাশের জায়গার মালিক দাবি করে মাটি ভরাট করে। এবং পানি নিষ্কাশনের জন্য মাত্র পাঁচ ফুটের একটি ড্রেন রাখে। আবার সে ড্রেনের উপর দোকান ঘর নির্মাণ করে। অথচ এই বিশ ফুটের খাল দিয়ে পানি নিষ্কাশন হতে হিমশিম খায়। কিন্তু পাঁচ ফুটের ড্রেন দিয়ে কিভাবে পানি নামবে সে ব্যাপারে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে স্থানীয়রা।
স্থানীয় বেলাল কোম্পানি নামে একজন অভিযোগ করেন, এলাকাবাসী পক্ষ থেকে অভিযুক্ত বাহা উদ্দিন সোহাগ কে একাধিক নিষেধ করা হলেও কারো কথা তোয়াক্কা না করে সে কাজ করছে।
বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুর রহিম বলেন, আমরা তাদের কে বারবার নিষেধ করার পরেও আমাদের কথা শুনেন নি। তারা মাটি ভরাট করে পানির গতিপথ সংকোচন করে ফেলছে। বর্ষায় করেরহাট বাজার সহ ছত্তরুয়া গ্রাম পানিতে ডুবে থাকবে যদি এখন ব্যবস্থা না নেয়া হয়।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কথা শুনে নাই। আমি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত বাহা উদ্দিন সোহাগ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই শিঘ্রই ড্রেনের কাজ শেষ করে তারপর দোকান নির্মাণ এর কাজ করবো। ড্রেনের কাজ শেষ না করে দোকান নির্মাণ কাজ কিভাবে করছেন জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। শীঘ্রই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।