চট্টগ্রামের রাউজানে দেশীয় অস্ত্র ও গুলিসহ মো. আজম খান (৩০) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাকে রাউজান পৌরসভার ব্রীক ফিল্ড এলাকার মমতাজ কটেজ অ্যান্ড কম্পাউন্ডের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সেই অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি দোনলা বিশিষ্ট অস্ত্র (এলজি) ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।আটককৃত অস্ত্র ব্যবসায়ী আজম হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির প্রয়াত মো.জামাল উদ্দিনের ছেলে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হরুন বলেন,বিক্রির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও কার্তুজ নিয়ে অবস্থানকালে অবৈধ অস্ত্র ব্যবসায়ী মো.আজম খানকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সে হাটহাজারী থানার হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান তিনি।