জন সংখ্যার তুলনায় রাজবাড়ী চাহিদার বেশী মাছ উৎপাদন হচ্ছে। জনপ্রতি মানুষের ৬০ গ্রাম মাছ প্রয়োজনে যে পুষ্টি দরকার তার জন্য গত বছর মাছের দরকার ছিলো ২২ হাজার মেট্রিক টন মাছ।উৎপাদন হয়েছে ২৭ হাজার মেট্রিক টন মাছ।এবারে ৩০ হাজার মেট্রিকটন মাছের উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে রাজবাড়ীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ও র্যালি।
আজ শনিবার, ২৩ জুলাই ২০২২জাতীয় মৎস্য সপ্তাহ নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।রাজবাড়ীর মৎস কর্মকর্তা জনাব মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষ লাভ জনক হওয়ার কারনে অনেকেই এগিয়ে আসছে এ পেশায় এর বিপরীত বক্তব্য ও পাওয়া যায়।মাটিপাড়ায় সোহান জানান কৃষকরা আবাদী জমিতে ফসল ফটানো রেখে পুকুর খনন করছে।বেশী লাভের আশায় মাছ চাষ করছে যার কারনে ফসলের জমি কমে যাচ্ছে।
‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’র্যালি শেষে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা এ কথা জানান।