পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুরপৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাী কর্মকর্তা সুমিত সাহা, প্যানেল মেয়র- আমজাদ হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আহমুদুল কবির মন্ডল দাড়া,সংরক্ষিত মহিলা কাউন্সিলর,মোমেনা আক্তার বুলবুলি,নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হাসানসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও ভিজিএফ কার্ডধারীরা।
পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান জানান, এ বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুরপৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ড বিতরণ করা হচ্ছে।
প্রতিটি কার্ডের জন্য ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ জন্য মোট ৪৬.২১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে