1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে কোরবানির উপলক্ষে পশুরহাটের পরিবেশ ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে ক্রেতাশূন্য হওয়ার আশাংকা করা হচ্ছে! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে কোরবানির উপলক্ষে পশুরহাটের পরিবেশ ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে ক্রেতাশূন্য হওয়ার আশাংকা করা হচ্ছে!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৮০ বার

গাজীপুরের শ্রীপুরে প্রায় প্রত্যেকটি বাজারে পশুরহাট বসে এমন জায়গার পাশেই আবর্জনার ‘পাহাড়’ দেখা যায়। ওইগুলো হতে দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠে। বৃষ্টি মৌসুমে হাটের ভেতর পানি জমে থাকে। কাদামাটিতে চলাচল করা দায় হয়ে পরে।এমন পরিবেশের মধ্যে আসন্ন কোরবানির পশুর হাট বসালে এবারে শ্রীপুরের পশুর হাটগুলি ক্রেতাশূন্য হওয়ার আশাংকা করা হচ্ছে।তরিৎগতিতে শ্রীপুরের প্রধান প্রধান পশুরহাট গুলো মুলবাজারের বাইরে উন্মুক্ত খোলামেলা পরিবেশে পশুরহাটগুলো স্হানান্তরের জন্য ইতিমধ্যে স্হানীয় গরুব্যবসায়ী ও খামারীরা পৌর মেয়রের কাছে মৌখিক দাবী জানিয়েছেন।

ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পশুরহাট। কিন্তু পৌরসভার অব্যবস্থাপনা, কাদা, পানি আর আবর্জনায় যেন ভাগাড়ে পরিণত হয়েছে পৌরসভাস্হ শ্রীপুর বাজার, কেওয়া বাজার, মাওনা বাজার অন্যদিকে উপজেলার বরমি বাজার,রাজাবাড়ি বাজার, জৈনার লহাই বাজার অন্যতম এগুলোতে দুর্গন্ধে টিকতে পারছেন না ক্রেতা-বিক্রেতারা।

ওই বাজারগুলোতে ঈদের কয়েক দিন আগে প্রতিদিনই বসবে পশুরহাট জানিয়েছেন সংশ্লিষ্ট বাজারের ইজারাদারেরা। এরই মধ্যে শ্রীপুর উপজেলাটি শিল্পনগরী হওয়ায় বিশেষ করে পৌরসভা প্রায় তিন শতাধিক শিল্প কলকারখানা থাকায় স্হানীয় ছাড়াও বহিরাগত বিপুল জনসাধারনের বসবাস হওয়ায় কোরবানী পশু কেনার বড়হাট কেওয়াবাজার।

সরজমিন ঘুরে দেখাগেছে পশুরহাটের জায়গায় আবাসন ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ে উঠার কারনে খালী জায়গা একেবারেই নেই। বর্জ্য আর বৃষ্টির পানি জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
যেতেই দেখা গেল, বৃষ্টির পানি জমেছে রাস্তায়। হাটের ভেতরের মাটির রাস্তাগুলো কাদাপানিতে একাকার। এর মধ্যেই চলাচল করতে ক্রেতা-বিক্রেতারা নাভিস্বাস হয়ে উঠবে।

কোরবানির জন্য গরু কেনা এখনো শুরু করেননি ক্রেতারা। এখন মূলত ভারত অথবা দেশের বিভিন্ন হাট থেকে গরু কিনে নিয়ে আসছেন পাইকারেরা। এই গরু শ্রীপুরের কেওয়া, মাওনা, বরমি এবং লুহাই বাজারে তুলবেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

কেওযা হাটের ইজারাদার নাম প্রকাশে অনইচ্ছুক বলেন, হাট ইজারা থেকে পাওয়া অর্থের একটি অংশ হাটের উন্নয়নকাজের জন্য ব্যয় করার কথা। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও সংশ্লিস্ট কর্তৃপক্ষহাটের পরিবেশ উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। বৃষ্টির পানি জমে বিড়ম্বনা বেড়েছে। বর্জ্যে পুরো হাট দূষিত হয়ে গেছে। এমনকি সিরিঞ্জ, কাচের মতো ধারালো বর্জ্যে পা কেটে যাচ্ছে। হাটের পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। তারপরও সার্বিক নিরাপত্তার কারণে মানুষ এই হাটে আসে। বৃষ্টি বেশি হলে হাটের ভেতর চলাচল করা যায় না।

তিনি আশাার কথা শুনিয়ে বলেন, আমাদের দাবীর প্রেক্ষিতে এবং জনগনের অর্থাৎ ক্রেতাদের সুবিধা বিবেচনা করে পৌর মেয়র কেওয়া বাজারের অদুরে বকুলতলা নামক স্হানে উন্মুক্ত এবং যাতায়াতের সুবিধা আর নিরাপত্তা বেষ্ঠিত এলাকায় অস্হায়ীভাবে কোরবানির উপলক্ষে পশুরহাট বসতে অনুমতি দিয়েছেন।তাতে করে আমরা ক্রেতাদের কিছুটা হলেও আস্হায় নিযে আসতে পারব।
সংষ্লিস্ট কর্তৃপক্ষের দাযিত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘ইজারার যে অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে, তা পরিমাণে খুবই অল্প। আমরা প্রতিবছরই কিছু না কিছু উন্নয়ন করি। রাস্তাঘাট করার জন্য আরও অনেক টাকার প্রয়োজন। পৌরসভার হাটের রাস্তাগুলো উন্নয়নের পরিকল্পনা আছে। শিগগিরই ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম