গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে আকন্দ টেক্সটাইলের পাশে ডোবা থেকে বিবস্ত্র অবস্থায় হাত-পা বাঁধা এক মধ্যবয়সী অজ্ঞাত নামা অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই)দুপুর ২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের এক ডোবা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।
জানা যায়, নিহত নারীর হাত-পা বাঁধা ছিল। তার শরীরে কোনো ধরনের পোশাক ছিল না। এ সময় ওই নারীর কোমরে ইট বাঁধা ছিলো।
স্থানীয়দের ভাষ্যমতে, পুকুরের পাশের বাড়ির স্থানীয় রমিজ উদ্দিন মাঠে গরু চরাতে গিয়ে পুকুর থেকে পচা গন্ধ পান। একটু কাছে গিয়ে মরদেহ দেখতে পান তিনি। এরপর তাঁর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন এসে পুলিশে খবর দেয়।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ডোবায ভাসমান এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি জানান আমাকে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি জানালে পুলিশ এসে ডোবা থেকে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ডোবা থেকে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর শরীরে বিবস্ত্র অবস্থায় ছিল। মরদেহ উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।