গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮জুলাই) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধ সংসদে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মার্ট কার্ড বিতরণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ ইকবান হোসেন সবুজ এমপি।
এসময় জীবিত ২৬৭ জন মুক্তিযোদ্ধাকে সনদ ও স্মার্ট কার্ড এবং মৃত ২৩৭ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিকট শুধুমাত্র সনদ প্রদান করা হয়। এ স্মার্ট কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধারা নির্ধারিত সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডঃ সামছুল আরম প্রধান, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং ইউপি চেয়ারম্যানগন।