দিনাজপুরের পাবুর্তীপুরে মাদক-দাদন ব্যবসায়ী, চাঁদাবাজ, প্রতারক ও সন্ত্রাসী আনোয়ারুল বাহিনীর নির্যাতন-নিপিড়ন এবং মিথ্যা মামলা হতে রেহাই পেতে সংশ্লীষ্ট প্রশাসনের সাহায্য চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।
২৯ জুলাই শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বুতীপর বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের। এসময় তিনি বলেন,দক্ষিন পলাশবাড়ি এলাকার মো: জাকির হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনীর দাপটে স্থানীয় নিরীহ মানুষকে দাদন ব্যবসার জালে ফাঁসিয়ে ব্লাং চেক ও সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নানান ভাবে হয়রানী করছে। সে ইতিমধ্যে অত্র এলাকার ১৬ জন অসহায় মানুষের মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকা কর্জ দিয়ে সুদ-আসলে সন্ত্রাসীদের ভয়ভীতি ও জোরজবরদস্তী করে ১৯ লাখ ৫০ হাজার বুঝে নেয়। কর্জ দেয়ার সময় সে নিরীহ মানুষগুলির কাছে ব্লাং চেকে এবং সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন করেছিল কিন্তু সুমুদয় টাকা পরিশোধের পরেও আনোয়ারুল স্বাক্ষর করা ব্লাং চেক এবং সাদা ষ্ট্যাম্পগুলো কর্জ গ্রহনকারীদের ফেরত দেয়নি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ব্লাং চেক গুলোতে আনারুল নিজেই জাল স্বাক্ষরের মাধ্যমে ইচ্ছেমত পাওনা টাকার পরিমান বসিয়ে পাওনা দ্বার করিয়েছে ৭২ লাখ ৯০ হাজার টাকা। এই টাকার জন্য আনোয়ারুল আমাদেরকে নির্যাতন ও হয়রানীর উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেছে। এসংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে স্থানীয় পাবুর্তীপুর গ্রাম আদালতেও একাধিকবার বিচার সালিশ হয় কিন্তু সুরাহা হচ্ছে না। এদিকে আনোয়ারুল টাকার জন্য তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাননাশসহ বিভিন্ন রকমের হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। আমরা মাদক ও দাদন ব্যবসায়ী আনোয়ারুলের মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার হাত থেকে জান মাল রক্ষায় প্রশাসনের সাহায্য চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো: আবুল কালাম,মো: রবিউল ইসলাম,মো: আবুল হোসেন,মো: তাইজুল ইসলাম,মোছা: নাসরিন ও মজবুল হক প