নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুরের ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ ইউনিয়নে এসব বিতরণ করেন।
এ সময় ভিজিএফ চাল বিতরণের সময় উপস্থিতি ছিলেন, ট্যাগ অফিসার, ইউপি সচিব মাহফুজুর রহমান সুমন ও ইউপি সদস্যগণ।