দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এক সপ্তাহে তিনটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।এই নিয়ে হালদা নদী থেকে ৩৮টি মৃত ডলফিন উদ্ধার করা হয়।বুধবার ২০ জুলাই বিকেল ৫টার দিকে হালদা নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় থেকে ৩৭তম মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানিয়েছেন,ডলফিনটিকে উদ্ধার করে তীরে আনা হয়।ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কাটা চিহ্ন রয়েছে।ঠোঁটের দাঁতগুলোও ফেলে দেয়া হয়েছে।ডলফিনটির প্রায় ৭.৫ ফুট দৈর্ঘ্য।ওজন প্রায় ১০৩ কেজি।২১ জুলাই বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে ৩৮তম মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এটির ওজন ৬০ কেজি,দৈর্ঘ্য ৭ ফুট।এর এক সপ্তাহ আগে গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ৩৬তম ডলফিনটি উদ্ধার করা হয়েছে রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় হালদা নদীর বুড়ি সর্তা শাখা খাল থেকে।
এই ডলফিনটির দৈর্ঘ্য ১০ ফুটের বেশি,ওজন প্রায় ২০০ কেজি ছিল।মুখে কোরবানী পশুর বর্জ্য (গরুর নাড়ী-ভুড়ি) আটকানো ছিল।এবিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড. মো.শফিকুল ইসলাম বলেন,সারাবিশ্বে ডলফিন মৃত্যুর ৭০% কারণ হচ্ছে কারেন্ট জাল। ডলফিন চলাচলের সময় জালের অবস্থান প্রতিধ্বনির মাধ্যমে নির্ণয় করতে পারেনা (জালের সুতা শব্দ তরঙ্গ শোষণ করে)।যার কারণে সহজে জালে জড়িয়ে পড়ে।এছাড়া হালদা নদী থেকে সর্বশেষ প্রাপ্ত মৃত ডলফিনের গায়ে কোন আঘাতের চিহ্ন ছিলনা।হালদা নদীতে ডলফিন মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল বিশেষ করে কারেন্ট জালে আটকা পড়ে ডলফিনের মৃত্যু হচ্ছে।তিনি আরো বলেন,হালদা নদীতে অতিরিক্ত ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ করতে হবে।হালদা নদী ও এর শাখা খালসমূহকে সম্পুর্ণ দূষণমুক্ত রাখতে হবে।হালদা ও শাখা খালে বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে।তাহলে হালদা নদীতে ডলফিনের মৃত্যুর হার কিছুটা কমতে পারে।
হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন,এক সপ্তাহে হালদায় তিনটি মৃত ডলফিন মরা গেছে।মৃত ডলফিনগুলো পচে গিয়ে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়।ডলফিনগুলা পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি।এ পর্যন্ত হালদা নদী থেকে পাচঁ বছরের ৩৮টি মৃত ডলফিন উদ্ধর করা হয়েছে।