কী রে তুই বেশ মোটা হয়ে গেছিস, আরে তোর মাথা তো দেখি পুরাই ফাঁকা হয়ে গেছে, কত দিন পর তোকে দেখলাম, এই সব কথার ভাব ভঙ্গি নিয়ে আমাদের ১১/১৩ ব্যাচের সব বন্ধু বান্ধবীরা।
আজ ২৬ আগস্ট (শুক্রবার ) সাগর সৈকত অডিটোরিয়ামে বর্ণিল সাজে জমকালো আয়োজনে দীর্ঘ।
দীর্ঘ ১২ বছর পরে বন্ধুত্বের টানে অনুষ্টিত হলো সারা বাংলা(এস এস সি ও এইচ এস সি ১১/১৩ ) ব্যাচের বন্ধুদের প্রথম মিলন মেলা,যার জন্য সু-দীর্ঘ পরিকল্পনা আর সেই বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে দেশ-দেশান্তর থেকে নানা প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে একত্র হয়েছেন প্রায় ২৫০-৩০০ জন বন্ধু বান্ধব।
আগামীতে আরও বড় পরিসরে মিলনমেলা সামাজিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার থাকবে বলে এস এস সি ও এইচ এস সি ১১/১৩ দারুন আশাবাদী।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো
আনন্দ-আড্ডা, গান, কৌতুক, খাই- দাই, সেলফি ইত্যাদি।
১০:০০ মিঃ
বন্ধুদের ভেন্যুতে আগমন।
১০:১৫ -১১:০০ মিঃ
কফি টাইম
১১:০০ – ১১:১০ মিঃ
কোরআন তেলাওয়াত
১১:১০ – ১১:২০ মিঃ
জাতীয় সংগীত পরিবেশন।
প্রোগ্রাম কো অর্ডিনেটর পরিচিত ও তাদের অনুষ্ঠান কার্যক্রম সম্পর্কিত বক্তব্য ।
অন্যান্য সদস্যদের বক্তব্য ।
১১:৩০ – ১১:৩৫ মিঃ
এডমিন প্যানেল পরিচিতি।
১১:৩৫ – ১১:৪৫ মিঃ
৩/৫ জন মডারেটরস এর পরিচিতি।
১১:৫৫ -১২:৩০ মি: পর্যন্ত
আগত সকল বন্ধুদের নিয়ে উন্মুক্ত আয়োজন- গান, কবিতা, কৌতুক ও অন্যান্য পরিবেশনা ও দুপুরের লাঞ্চ
দুপুরের খাবারের পর র্যাফেল ড্র তে প্রথম পুরস্কার ১টি ওয়াশিং মেশিন থাকছে۔ এ ছাড়া ০৩ টি এন্ড্রোয়েড মোবাইল সেটসহ মোট ৩০ টি পুরস্কার।
৩:০০ – ৩:২০ মিঃ
মজার বাক্স।
৩:২০ – ৩:৩০ মিঃ
ফ্যাশন শো পরিবেশনা।
৩:৩০-০৫:৫০
সাংস্কৃতিক অনুষ্ঠান (গান, কবিতা, কৌতুক ও আবৃত্তি অন্যান্য পরিবেশনা।
৫:৫০ – ৬:০৫ মিঃ
কফি ব্রেক।
৬:০৫ -৭:০০ মিঃ
ডি জে পরিবেশনা, উলালা, উলালা।
৭:০০- ৭:৫০ মিঃ
র্যাফেল ড্র এর ফলাফল ঘোষনা
৭:৫০ – ৮:০০ মিঃ
অনুষ্ঠান আয়োজনের হিসাব উপস্থাপন
৮:০০ মিঃ
অনুষ্ঠান সমাপ্তি।
“বন্ধুত্বের বন্ধন টিকে থাকুক আজীবন “