চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওয়াজেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার( ২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টা নাগাদ এ ঘটনা ঘটে। ওয়াজেদ বরুমচড়া ৫ নং ওয়ার্ড এমদাদ মাষ্টারের বাড়ীর মোহাম্মদ সিরাজের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাহেদ বলেন, ওয়াজেদ বিকালে বাড়ীর পাশে গাছের ডাল কাটতে উঠলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে যায়,স্বজনরা তাকে উদ্ধার করে আনোয়ারা সরকারী হাসপাতালে নিয়ে যায়। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিশাত সুলতানা বলেন, বিকাল ৫ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা করে দেখা যায়,হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।