১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চকোরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে শোক রেলী, আলোচনা সভা, খতমে কোরআন ও মেজবানের আয়োজন করা হয়েছে।
রোববার ২১ আগস্ট সকালে চকোরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছিরের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কামরুদ্দিন আহমদ, সদস্য এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, সদস্য আমিনুর রশিদ দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাংগীর আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক জামাল উদ্দিন জয়নালসহ আরো অনেকে।