1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে একটি অবৈধ কারখানা কাগজ পত্রছাড়াই ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য শিমুল গাছ পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন # মাদক থেকে দূরে থাকতে হবে: মহীয়ান গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারী সহ জনতার হাতে আটক: বিয়ের প্রতিশ্রুতিতে ছাড় গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারী সহ জনতার হাতে আটক: বিয়ের প্রতিশ্রুতিতে ছাড় বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার

ঠাকুরগাঁওয়ে একটি অবৈধ কারখানা কাগজ পত্রছাড়াই ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫৮ বার

ঠাকুরগাঁও জেলায় একটি কথিত কারখানায় ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর কৃষ্ণপুর গ্রামে গত একমাস যাবত চলছে এ কার্যক্রম। কারখানায় সরজমিনে গিয়ে দেখা যায়, বাহির থেকে দরজা বন্ধ। শুধু গ্রিল গেট হালকা ফাঁকা। কারখানায় নেই কোনো শব্দ৷ একজনের অনুমতি নিয়ে ভেতরে গিয়ে দেখা গেলো চারজন নারী বোতলে তেল ভরছেন। দুজন ছেলে তেল প্যাকেট করছেন আর একজন নারী ও একজন পুরুষ সাদা বোতলে কোম্পানির লেবেল আঠা দিয়ে লাগাচ্ছেন। দেখা যায়, ময়লাযুক্ত তেল একটি প্লাস্টিকের পাইপের মাধ্যমে বোতলে ভরছেন নারী শ্রমিকরা। চারদিকে নোংরা পরিবেশ। মেঝেতে তেল পড়ে স্যাঁতসেঁতে অবস্থা। যে লেবেল বোতলের গায়ে লাগানো হচ্ছে, তা আবার বিএসটিআইয়ের লোগো সংযুক্ত করা হয়েছে। কারখানার মালিক কে, জানতে চাইলে মালিক উপস্থিত থেকেও নিজের পরিচয় গোপন করেছেন। মালিক ডাক্তারের কাছে আছেন বলে এখানে-সেখানে ফোন করেন। এরই মধ্যে তিনি যে মালিক আশরাফুল ইসলাম তা নিশ্চিৎ হওয়া গেছে।

ময়লাযুক্ত তেল বোতলে ভরে প্যাকেজিং চলছে এই কারখানার সরকারি অনুমোদন আছে কি-না, বিএসটিআইয়ের অনুমোদন আছে কি-না, এসব প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি নন মালিক আশরাফুল ইসলাম। একপর্যায়ে তিনি স্বীকার করেন, বিএসটিআইয়ের কোনো অনুমোদন তিনি পাননি। পরিবেশের ছাড়পত্রসহ আনুষঙ্গিক কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। আশরাফুল বলেন, ‘গত দেড় মাস আগে প্রতিষ্ঠান চালু করা হয়েছে, এখনও সব পক্রিয়াধীন রয়েছে। সারাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদনহীন চলছে, আমারটা চললে সমস্যা কোথায়?’ এরপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাৎক্ষণিক চলে যান তিনি। তেল বোতলজাত যারা করছেন এমন কোনো শ্রমিকই কথা বলতে রাজি হননি৷ তবে নিজের নাম না বললেও একজন নারী বলেন, ‘সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমি কাজ করে ২০০ টাকা পাই। এতে আমার পুষলেও অভাবের জন্য করি।’ স্থানীয় যুবক ফাইজান হাবিব বলেন, ‘আমি একদিন রাত ১০টার দিকে তেলের গাড়ি দেখে থামাই। তখন জিজ্ঞাসা করি এসব ড্রামে কী আর কোথায় যাচ্ছে? তারা বলেন, আশরাফুলের সয়াবিনের কারখানায় যাবে। আমি তাদের ছেড়ে দিয়ে ভাবি কারখানাতে তেল যাবে কেন? তারাতো তেল উৎপাদন করে বাইরে পাঠাবে। তখনি আমার সন্দেহ হয়। গোপনে এসব খোলা তেল তারা বোতলজাত করছে।’ অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় আরেক যুবক ফারহান হাবিব বলেন, ‘এভাবে সরকারকে না জানিয়ে প্রতিষ্ঠান পরিচালনা অন্যায়। সেইসঙ্গে খোলা নোংরা তেল মেশিনে পরিশুদ্ধ না করে বোতলে করে বিক্রি করা ভোক্তার সঙ্গে ধোঁকা। অনতিবিলম্বে সংশ্লিষ্টদের এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।’ এবিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘যদি সরকারের অনুমোদন ছাড়া কোনো কারখানা চলে থাকে, তবে সেটি অবৈধ। আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম