ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সার সংকট নিরসনে কৃষকদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন। ২১ আগষ্ট রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মেসার্স ইউকেএম ফ্রেন্ডস ট্রেডার্স সার দোকান থাকার কথা পাড়িয়া বাজারে অথচ সেটি লাহিড়ী হাটে থাকায় নিয়ম অমান্য করার কারণে তাৎক্ষনিক ভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রধান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, পাড়িয়া ইউনিয়ননের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল,মোবাইল কোর্ট পরিচালনার টিম সদস্য চাঁন প্রসাদ বর্মন সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের প্রধান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন জানান , সার সংকট নিরসনে প্রয়োজনীয় সব কিছুই করা হবে। যে সমস্ত ডিলার অনিয়ম করবেন, তাদের লাইসেন্স বাতিলের ব্যবস্থা করা হবে। বেশি দামে সার বিক্রি করলে জেল-জরিমানা করা হবে। মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।