ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ইউপি সদস্যকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকতারা। আটক শুকুর আলী (সাবেক ইউপি সদস্য) রানীশংকৈল উপজেলার হোসেনগাও ইউনিয়নের আ.লীগের ওর্য়াড সহ-সভাপতি । ১০ আগষ্ট বুধবার বিকালে রানীশংকৈল উপজেলার হাড়িয়া নিয়াপাড়া গ্রামে ফেনসিডিল সহ হাতেনাতে তাকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর। রাণীশংকৈল থানাপুলিশ সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার নিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র শকুর আলীকে ৮ বোতল ফেনসিডিল সহ আটক করে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ । এ প্রসঙ্গে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, মাদক সহ আটক করে ইউপি সদস্যকে থানা হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ১১ আগষ্ট বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।