বিদ্যুৎ সাশ্রয় করতে চট্টগ্রামের চাতরী চৌমুহনী এলাকায় ও মার্কেটসহ বিভিন্ন দোকানীকে মোবাইলকোর্ট পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ৯ই আগস্ট মঙ্গলবার রাতে এসব অভিযান পরিচালনা করেন; অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় ১০ দোকানীসহ ১টি যাত্রীবাহী বাসকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি আবদুল্লাহ আল মুমিন বলেন,বিদ্যূৎ সাশ্রয় ও সরকারী বিধি নিষেধ অমান্য করায়,১৮৬০ দন্ডবিধি শ্রম আইন ২০০৬ বিদ্যুৎ সাশ্রয় ২০১৮ সালের আইনের এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীবাহী ১টি বাসকে ২ হাজার মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্টেট (ভূমি) আবদুল্লাহ আল মুমিন আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের আগে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, যাতে সবাই বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলেন। তারপরও যাঁরা এর ব্যত্যয় ঘটিয়েছেন, তাঁদের জরিমানা করা হয়েছে। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।