মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান জিফিলিন শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ শাহসূফি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)”র চান্দ্রবার্ষীকি ফাতেহা ও শাহসুফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মধ্যপ্রাচ্য ওমানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাগির হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী সেলিম।বিশেষ অতিথি ছিলেন আব্দুল মন্নান চৌধুরী,শাহেদ আলী,মোঃ রফিকুল ইসলাম,মোঃ মহিউদ্দিন,দৌলত হোসেন,মাসুদ রানা,মোহাম্মদ কফিল উদ্দিন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।