মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘খ’ জোনের আওতাধীন পশ্চিম সুলতানপুর ৪ নং ওয়ার্ড শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।১৩ আগস্ট শনিবার বিকাল সংগঠনের কার্যালয়ের অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আব্দুল্লাহ্।উদ্বোধক ছিলেন রাউজান পৌর কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসান।
মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম।বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য এস এম মহিবুল্লাহ,রাউজান উপজেলা খ জোনের সমন্বয়কারী সাকিদুজ্জামান সফি,রাউজান প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ।বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন,গহিরা ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা সাজ্জাদ হোসাইন, মাওলানা এমদাদুল হক মামুন প্রমুখ।প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সমন্বয়কারী সাকিদুজ্জামান সফি’র সভাপতিত্বে ও মাওলানা মহিম উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শওকত আব্দুল্লাহকে সভাপতি ও মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।