রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াদের খীল কাজী পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে তিন বসতঘর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সৃষ্ট আগুনে তিনটি পরিবারের সবকিছু পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমীর আলী, আবদুল মান্নান ও মোসলেম মিয়ার পরিবার। স্থানীয়রা জানিয়েছে আগুন নিভানোর পর ক্ষতিগ্রস্ত পরিবারের পড়ুয়া সন্তানরা পুড়ে যাওয়া বই খুঁজে কেঁদে বিলাপ করছিল। জানা যায় চুলা থেকে আগুনের সূত্রপাত হলে সংবাদ দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেও তিনটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।