বিয়ে ৬ মাসের মাথায় রাউজানে এক প্রবাসীর স্ত্রী মোজাহিদা মিনা (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে।মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মগদাই গ্রামের চাঁদের দিঘির পাড়ে শেখ মনছুর আলী বাড়ি থেকে স্বামীর ঘরের কক্ষে পাখার সাথে তার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ ঘটনাস্থলে উপস্থিত হলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত মোজাহিদা মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ হারুনের স্ত্রী ও উপজেলা বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাঝিপাড়ার শিক্ষক নুরুল হুদার কন্যা।আত্মহননকারী মিনার বাবা নুরুল হুদা বলেছেন বিগত ছয় মাস আগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন।স্বামীর পরিবারের আসার পর থেকে স্বামীর ছয় বোনের মানষিক নির্যাতনে অতিষ্ট ছিল তার মেয়ে। তার অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছে।ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে লাশ উদ্ধাকারী পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, উদ্ধার করা গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।