1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব সিআইপি মনোনীত হলেন রাউজানের নজরুল ইসলাম সিরাজদিখানে অঙ্গীকারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও  সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন সাইবার ইউজার দলের উদ্যেগে জামালপুর সরিষাবাড়িতে ৩১ দফা প্রচার

লাকসাম আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এম.এ মান্নানঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৮ বার
ছবিঃ রবিবার লাকসাম আতাকরা স্কুল এন্ড কলেজের এক শিক্ষকের নামে মিথ্যা অপবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও আন্দোলন।

কুমিল্লার লাকসাম আতাকরা উচ্চ বিদ্যালয় ও
কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষককের বিরুদ্ধে এক ছাত্রীর ও কলেজ অধ্যক্ষ’র মিথ্যা অভিযোগের অপপ্রচার ও শিক্ষক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও আন্দোলন করেন শিক্ষার্থীরা।
রবিবার সকালে কলেজের সামনে সড়কে আয়োজিত মানববন্ধন অংশগ্রহণ করলে কলেজ অধ্যক্ষ’র বহিরাগত অনুসারীদের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এসময় বহিরাগত লোকজনের সাথে শিক্ষার্থীদের মধ্যে
কথা-কাটাকাটি সৃষ্টি হয়। একপর্যায়ে দুপুরে স্কুল ও কলেজ ক্যাম্পাসে গিয়ে মানববন্ধন করে স্কুল, কলেজের সর্বস্তরের ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধন শেষে ফেস্টুন হাতে নিয়ে কলেজ মাঠে এসে তাদের প্রিয় শিক্ষাক দেলোয়ার হোসেনকে পুনোরায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাসে পাঠদান করার জন্য আন্দোলন ও প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞানের শিক্ষকের বিরুদ্ধে স্কুলের কথিত এক শিক্ষার্থীকে যৌন হয়রানির মিথ্যা ও বানোয়াট অভিযোগে সমাজবিজ্ঞানের শিক্ষক দেলোয়ার হোসেন স্যারের সম্মানহানী হয়েছে। এমনকি স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিনের যোগসাজশে শিক্ষককের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ ও অপপ্রচার এবং শিক্ষা প্রতিষ্ঠান না আসার জন্য হুমকি প্রদান করায় তিনি এখন অসুস্থতার মধ্যে রয়েছেন। মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে
পুনোরায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাসে পাঠদান করার জন্য এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এ আন্দোলন করা হয়।
ছাত্র-ছাত্রীদের আন্দোলন খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভুইঁয়া ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ
মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকদিন পূর্বে ক্লাস চলাকালীন এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞানের শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এ নিয়ে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে জানানো হয়েছে। এ মনকি এ অভিযোগ উঠার পর থেকে শিক্ষক দেলোয়ার হোসেন প্রতিষ্ঠানে ক্লাস না করে ৪/৫ দিন ধরে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছেন। আজ রবিবার হঠাৎ করে প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় বহিরাগত লোকজন ও অত্র প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীরা আন্দোলন ও মানববন্ধন করে। এমনকি প্রতিষ্ঠানে উপর হামলা ভাংচুর করে এবং আমিসহ তিন জন ছাত্রকে আহত করে।
এ বিষয়ে শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পন্ন মিথ্যা, অভিযোগটি তদন্ত না করে
শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাকে পদত্যাগ পত্র দেওয়ার জন্য জোরপূর্বক বলেন অধ্যক্ষ মেজবাহ উদ্দিন এমনকি তিনিই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাইতেছেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভুইঁয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম