আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অধীনস্থ লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র উদ্যোগে লিও ট্রি প্লানটেশন চ্যালেন্জ-২০২২ প্রজেক্টে এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’র স্পন্সরকৃত ক্লাব লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু। রবিবার (১৫ আগষ্ট) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী লেকসিটি পাহাড়ী এলাকায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ওষুধি একাধিক গাছের চারা রোপণ করে সংগঠনের সদস্যরা।
ক্লাবের সভাপতি লিও তরিকুর রহমান বাবু নেতৃত্বে উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সম্মানিত ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও শওকত হোসেন, ক্লাবের সহ-সভাপতি লিও রাজিব পাল, ট্রেজারার লিও জান্নাতুল ফেরদৌস, টেইল টুস্টার লিও তানজিদ হোসেন, ট্রেমার লিও মারুফ হোসেন, জয়েন্ট ট্রেমার লিও ফরহাদ, সদস্য লিও আবরার ও লিও আবরাজ তামিম।
ক্লাবটির সভাপতি লিও তরিকুর রহমান বাবু বলেন, লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের নির্দেশক্রমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু বৃক্ষরোপণ কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করে।
প্রকৃতিতে সৌন্দর্য্য এবং পরিবেশকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই।
উল্লেখ্য যে, ইন্টারন্যাশনাল মেগা ক্লাব টুইনিং এর অংশ হিসেবে এবার লিও ট্রি প্লানটেশন চ্যালেন্জ-২০২২ প্রজেক্টে পৃথিবীর নয়টি দেশের ২৫১ টি ক্লাব বৃক্ষরোপণ করে যাচ্ছে। এ প্রজেক্টের অধীনে লিও সদস্যরা নিজেদের বাড়ির আঙ্গিনা সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করছেন।