1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায়‘এএফসি’ মিনি চাইনিজে অভিযানে ধরা কপোত-কপোতি,সময় দেয়া হয় ৪০ মিনিট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

শরণখোলায়‘এএফসি’ মিনি চাইনিজে অভিযানে ধরা কপোত-কপোতি,সময় দেয়া হয় ৪০ মিনিট

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩২ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার শের-ই বাংলা রোড়ে এএফসি মিনি চাইনিজ। কপোত-কপোতিদের ডেটিং করার নিরাপদ স্থান এটি। এখানে অবস্থানের সময় বেধে দেওয়া আছে ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ৪০ মিনিট।

জোড়ায় জোড়ায় এসে এই সময়ের মধ্যে আলাদা আলাদা কক্ষে পর্দার অন্তরালে বসে খাবারের পাশাপাশি চলে যা খুশি তাই। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ দীর্ঘদিনের।

তবে, এতোদিন এলাকায় বিষয়টি গোপন-সিক্রেট থাকলেও এখন সেটি ওপেন হয়ে গেছে পুরোপুরিই। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে প্রশাসনের আকষ্মিক অভিযানে প্রমান মিলেছে লোকমুখে ঘুরপাক খাওয়া এতোদিনের সেই অভিযোগের।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী অভিযানকালে বিভিন্ন স্কুল-মাদরাসার তিন জোড়া কপোত-কপোতিকে হাতেনাতে ধরে ফেলেন। এসময় ওই মিনি চাইজটিতে মেয়াদোত্তীর্ণ খাবার রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মালিক মীর আজাদ রানাকে ভোক্তা অধিকার আইনের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

খোজনিয়ে জানাগেছে এখানে সকাল থেকে রাত পর্যন্ত রকমারি খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে এসব লীলা। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে তাদের প্রেকিম-প্রেমিকাদের নিয়ে এসে সময় কাটায় এখানে। বড়রাও আসেন বিশেষ বিশষে সময়ে। এমন অভিযোগ মানুষের মুখে মুখে থাকলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এএফসি নামে ওই মিনি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে পর্দার আড়ালে আলাদা আলাদা কক্ষে স্কুল-মাদরাসায় পড়ুয়া ৬জন ছেলে-মেয়েকে পাই। তাদের অবস্থা দেখে আপত্তিকর মনে হয়েছে। তাৎক্ষণিক ওই ৬ জনকে অভিভাবক ও শিক্ষকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়, মিনি চাইনিজটিতে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেছে। কিচেনের পরিবেশ, ফ্রিজ এবং রান্নার উপকরণ মারাত্মক অস্বাস্থ্যকর। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার আইন২০০৯ অনুযায়ী মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, কক্ষে টাঙানো পর্দাগুলো জব্দ করা হয়েছে। চাইনিজটির মালিক মীর আজাদ রানা তার কর্মকান্ডের জন্য ভুল স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম