1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

শেরপুরের শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার

জঁমকালো আয়োজনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের প্রথম পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই রবিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এসময় তিনি শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্যামলবাংলা২৪ নানা সমস্যা-সম্ভাবনার পাশাপাশি সরকারের উন্নয়ন ও ইতিবাচক চিত্রগুলো তুলে ধরে সত্যিই পাঠকনন্দিত হয়ে উঠেছে। কাজেই শ্যামলবাংলা তার যাত্রার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে সত্যের পথে ও তথ্যের সাথে চলার গতি আরও ত্বরান্বিত করবে- এমনটাই আশা করছি।

প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক। এসময় তিনি বলেন, শেরপুর অনেক ইতিহাস-ঐতিহ্যের প্রান্তিক জেলা। এ জেলার অনেক কিছুই গণমাধ্যমে উঠে আসার মতো রয়েছে। তিনি অনুদঘাটিত-অপ্রকাশিত চিত্রগুলো শ্যামলবাংলা আগামী দিনের তুলে ধরার পাশাপাশি তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবেন বলে অভিমত প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ইতিহাস-সংগ্রামের পাশাপাশি একসময় শেরপুরের সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে আমরা গর্ব করতাম। কিন্তু এখন এ অঙ্গনের অনেকের চলাফেরা নিয়েই নানা প্রশ্ন উঠে। তারা গোটা সাংবাদিক সমাজকে হেয় করে। কাজেই কলুষমুক্ত সাংবাদিক অঙ্গন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা ও সাবিহা জামান শাপলা।
শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ও এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু বকর, জেলা বিসিএস শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, শেরপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট সাদুজ্জামান সাদী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহসীন আলী আকন্দ, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর ইয়্যুথ রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, জেলা উদীচীর সভাপতি ও মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারওয়ার, সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, ফজলুল কবীর সুরুজ, হযরত আলী, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জনউদ্যোগের সদস্যসচিব হাকিম বাবুল, চরশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মিল্টন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল মিয়া, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাধারণ সম্পাদক লুৎপর রহমান, সমাজসেবক মাছুদুল আলম সরকার, শফিকুল ইসলাম, এসআরডি আলম, শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল ও মো. ফরিদুজ্জামান, স্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, মইনুল হোসেন প্লাবন, খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন আহমেদ, জয়ন্ত কুমার দে ও নাওয়ার সালসাবিল দুর্দানা, বিভাগীয় সম্পাদক ডা. হাফিজুর রহমান লাভলু, এ্যাডভোকেট তাজুমুল ইসলাম, কামরুজ্জামান বাদল, মুশরিনা জান্নাত রিপা, শিক্ষানবীশ প্রতিনিধি সাদ্দাম হোসেন, রিয়াদ হাসান হাবিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে শেরপুর প্রেসক্লাব, জেলা জাতীয় মহিলা সংস্থা, জেলা উদীচী, সদ্য নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত নিউজ পোর্টাল শ্যামলীনিউজ২৪ডটকমসহ শেরপুর টাইমস ডটকম, নতুন যুগ ডটকম, চারুবার্তাডটকম, শেরপুর প্রতিদিন ডটকম, সাপ্তাহিক দশকাহনীয়া, সাপ্তাহিক শ্যামলী শেরপুর, সাপ্তাহিক দৃশ্যপট, জনউদ্যোগ, সবুজ আন্দোলন, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম, শেরপুর ইয়্যুথ রিপোটার্স ক্লাব, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, রক্তসৈনিক বাংলাদেশ, আজকের তারুণ্য, অনির্বাণ তরুণ সংঘ, সোনার বাংলা যুব সংঘ, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতি, মোবারকপুর ছাত্র-যুব সংঘ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, উত্তরা স্পেশালাইজড হাসপাতালসহ প্রায় ৩০টি স্থানীয় স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্যামলবাংলা২৪ডটকম’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়।এরপর শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল নাইন পাওয়ার ভয়েস হাসনা হেনা ও গানের পাখি খ্যাত নুসরাত জাহান রিয়া।উল্লেখ্য,২০১৩ সালের ৩১ জুলাই দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে ‘মা মাটি ও মানুষের কথা বলে’ এ সেøাগানকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম