চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান ও ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবং উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, অধ্যক্ষ মোহাম্মদ ইসমাঈল এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে ফতেয়াবাদ কলেজ স্মরণ সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম।
প্রধান বক্তা ছিলেন সিটি কর্পোরেশন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গাজী শফিউল আজিম।
কলেজের অধ্যক্ষ নঈমুদ্দীন হাসান তিবরিজীর সভাপতিত্বে স্বরণসভায় অতিথি ছিলেন- মরহুমের পুত্র মোহাম্মদ মুশফিকুর রহমান এবং কলেজ শিক্ষকগণ।