বিদ্যুৎ সাশ্রয়ে ও অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় আনোয়ারা উপজেলা প্রশাসনের অভিযানে ৫ বাস চালককে ১০ হাজার ৩টি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার টাকা মোট ১৩ হাজার টাকা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার কালাবিবির দিঘি মোড় চাতরী চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রশাসন সুত্রে মোবাইল কোর্ট সম্পর্কে জানান, চাতুরী চৌমুহনী বাজার ও কালাবিবির দিঘির মোড়ে সরকারি নির্দেশনা অমান্য করে বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন বাস চালনার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৫টি মামলায় ৫ জন বাসচালক কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সরকারি নির্দেশনা প্রতিপালনে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৩ টি মামলায় ৩টি দোকানে ৩ হাজার টাকা মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন আরও জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। আগামীতে ও আমাদের অভিযান অব্যাহত থাকবে।