1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়, শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ: ভূমিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

আনোয়ারা শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়, শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ: ভূমিমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৫৯ বার

আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে বাংলাদেশ নিরাপদ এবং দেশে ফিরে এসেছেন বলেই জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় লাবিবা কনভেনশন হল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশের উন্নয়ন সম্ভব। অন্য কোনো ব্যক্তি বা কোনো দলের নেতার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন করাও সম্ভব নয়।
তিনি বলেন, অমানুষরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই বঙ্গবন্ধুর বাসায় নিয়মিত আসতেন। তারা ছিলেন ঘরের মানুষ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে বঙ্গবন্ধুকে হত্যা করতে চাইলে বিশ্ব এর বিরোধিতা করে। কিন্তু অমানুষরা দেশে তার ঘরে বঙ্গবন্ধুকে হত্যা করে। তিনি আরো বলেন, ৭৫ এবং তার পূর্ববর্তী সময়ে আমার বয়স অনেক কম ছিল।

তবে আমার বাবা মরহুম আখতারুজ্জামান চৌধুরীর কাছ থেকে শুনেছি, চট্টগ্রামের প্রতি বঙ্গবন্ধুর সবসময় দুর্বলতা ছিল। তিনি সময় পেলে চট্টগ্রামে আসতেন। সে সময়ে চট্টগ্রামে অনেক সিনিয়র নেতাও ছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু খুব বেশি সময় পাননি। যদি আরেকটু সময় পেতেন, চট্টগ্রামকে আরো অনেক বেশি কিছু দিতে পারতেন, আমরা অনেক বেশি এগিয়ে যেতাম।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর, কলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব, পারভিন হাবিব, জসিম উদ্দিন আমজাদী, আবু হানিফ, আলী আকবর ও দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আবু তাহের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম