1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবারও বন্যা লালমনিরহাটে তিস্তা ও ধরলা পাড়ের ১৫ হাজার পরিবার পানি বন্দী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

আবারও বন্যা লালমনিরহাটে তিস্তা ও ধরলা পাড়ের ১৫ হাজার পরিবার পানি বন্দী

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৭ বার
ছবিঃ- ২ আগষ্ট মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ গ্রামের পানি বন্দী পরিবারের চিত্র।

লালমনিরহাটে আবারও বন্যা তিস্তা ও ধরলা পাড়ের ১৫ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। সোমবার ১ আগষ্ট বিকেল থেকে ভারতের বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে লালমনিরহাট জেলার ৫ উপজেলার তিস্তা ও ধরলা পাড়ের পরিবার গুলো নতুন করে পানি বন্দী হয়ে পড়েছে। ফলে বসতঃ বাড়ী ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন নদী পাড়ের পরিবার গুলো। নিজ ঘরে ফিরতে না পারা ওই সব বানভাসি মানুষের জীবন কাটছে ভাসমান অবস্থায়ও। এ সংবাদ লেখা পযন্ত এখনও ডুবে আছে তাদের ঘর-বাড়ি। তাই আশ্রয় হয়েছে নৌকা ও কলাগাছের ভেলা ও অন্যের বাড়ি এবং ওয়াপদা বাঁধের উপর কিংবা আশ্রয় কেন্দ্র । কাটছে দুর্বিসহ জীবন- যাপন। এদিকে উঠানামা করেছে পানি। উঁকি দিচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগব্যাধি। অনভ্যস্ত ওই ভাসমান জীবন থেকে মুক্তি প্রয়োজন। কিন্তু বানভাসিদের জীবনে সেই দিন কবে আসবে কেউ জানে না। তিস্তা ও ধরলা পাড়ের মানুষ। তাইতো পানির সঙ্গে সখ্যতা তাদের জন্ম থেকে জন্মান্তরের। প্রতি বছরের একটা নির্দিষ্ট সময় পানিতে ডুবে থাকে চারপাশ। চারপাশে পানি থাকলেও নৌকা ও কলাগাছের ভেলায় জীবন অভ্যস্ত নয় এখানকার মানুষ। ভাসমান ওই জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনিতে দেখে বুঝার উপায় নাই কী বিপদ যাচ্ছে মানুষগুলোর উপর দিয়ে। সন্ধ্যা নামে এদের বন্দী জীবনে। বিদ্যুৎ নাই। চুলার ব্যবস্থা আছে বা নাই। থাকলেও এক বেলার বেশি রান্না করার সুযোগ নাই। বানের পানি নামছে ধীরে ধীরে। কিন্তু সেই ঘরে ওঠার পরিবেশ নেই তাদের। মঙ্গলবার ২ আগষ্ট দুপুরে সরেজমিনে গিয়ে পানি বন্দীদের ওই সব চিএ লক্ষ্য করা গেছে। লালমনিরহাট জেলার হাতীবান্ধার তিস্তা ব্যারেজের ৪৪ টি জল কপাট খুলে দেয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ২ আগষ্ট বিকেল ৩ টা পযন্ত
তিস্তা নদীর
ডালিয়া পয়েন্ট –
পানির সমতল ৫২.৭৪ মিটার
(বিপদসীমা = ৫২.৬০ মিটার)
বিপদসীমার ১৪ সে.মি উপরে
কাউনিয়া পয়েন্ট –
পানির সমতল ২৮.৮৫ মিটার,
(বিপদসীমা =২৯.২০ মিটার)
বিপদসীমার ৩৫ সেঃমিঃ নিচে
ধরলা নদীর
শিমুলবাড়ি পয়েন্ট –
পানি সমতল ৩০.৯৮ মিটার
(বিপদসীমা = ৩১.০৯ মিটার)
বিপদসীমার ১১ সেঃমিঃ নিচে
পাটগ্রাম পয়েন্ট –
পানি সমতল ৫৮.## মিটার
(বিপদসীমা =৬০.৩৫ মিটার)
বিপদসীমার ## সেঃমি নিচে এদিকে মঙ্গলবার ২ আগষ্ট
লালমনিরহাটে বৃষ্টিপাতঃ ০০ মিমি ছিল।
পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা নদীর তীরবর্তী ৫টি উপজেলার পরিবারগুলো পানি বন্দী। ইতিপূর্বে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নসহ লালমনিরহাট জেলায় প্রায় ১৫ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান , বর্তমানে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খোলা রয়েছে। তবে ভারতে পানির প্রবাহ কমে গেলে তিস্তার পানি আবারও কমবে।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী ইউনিয়ন ধরলা নদীর বন্যার পানিতে তলিয়ে গিয়ে রাস্তাঘাট, হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেঙ্গে গেছে বাড়ী-ঘর।
অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নদীতে বন্যার পানিও বাড়তে শুরু করেছে। তাই আতংকিত ওই এলাকার নদী পাড়ের পরিবার গুলো অন্যএে আশ্রয় নিয়েছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান বাদল জানান, তার ইউনিয়নের ৯ টি ওয়াডের প্রায় সব কয়টি গ্রাম তিস্তার পানিতে ডুবে গেছে ওই সব পানি বন্দী পরিবারের মাঝে এখনো সরকারি এান সামগ্রী বিতরণ করা হয়নি। তবে ওই ইউনিয়নের পানি বন্দী ৪ হাজার পরিবারের তালিকা লালমনিরহাট জেলা এান কমকর্তার দপ্তরে মঙ্গলবার ২ আগষ্ট জমা দেয়া হয়েছে বলে ওই চেয়ারম্যান জানান, মঙ্গলবার ২ আগষ্ট বিকেল ৫ টায় লালমনিরহাট জেলা এান কমকর্তার দপ্তর সূত্রে জানা যায়, পানি বন্দী পরিবার গুলোর মাঝে তাৎক্ষণিক ৩ হাজার ১০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তালিকা মোতাবেক এানও বিতরণ করা হবে বলে জানা গেছে।
লাভলু শেখ লালমনিরহাট। ০১৭১০২৬৪৩৭২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম