কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের
দক্ষিণ মেহেরঘোনা এলাকা থেকে চোরাই গরুসহ ৩ জন গরু চোর আটক করেছে পুলিশ।
২৯ আগষ্ট সোমবার ভোর রাত পৌনে ৫ টার সময় ঈদগাঁও থানা পুলিশ স্থানীয় জনগনের সংবাদের ভিত্তিতে গরুসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তরপাড়া গ্রামের সিরাজ চৌকিদারের পুত্র মোঃ সোনা মিয়া (২১) ও মোতাহারুল হক (২০), একই উপজেলার রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের মোহাম্মদ সৈয়দের পুত্র মোঃ নুরুন্নবী প্রকাশ নুর ইসলাম (২২)। তাদেরকে একইদিন বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই মোঃ সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঈদগাঁওস্থ দক্ষিণ মেহেরঘোনার জনৈক ফরিদ মিয়ার মুদি দোকানের সামনে থেকে ১টি চোরাই গরুসহ ৩ জনকে আটক করে। পরে গরু সনাক্ত পুর্বক প্রকৃত মালিক থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং-১২ তাং-২৯/০৮/২০২২ ইং।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম আটকের সত্যতা নিশ্চিত করে আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।