আসন্ন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আ’লীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী আহমদ করিম সিকদার মতবিনিময় সভার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস আপলোড করেছেন।
যা হুবহু তুলে ধরা হল-
প্রিয় ঈদগাঁওবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক,জননেত্রী শেখ হাসিনা মাত্র ৫ টি ইউনিয়ন নিয়ে আমাদেরকে নতুন একটি ঈদগাঁও উপজেলা উপহার দিয়েছেন।
তারই আলোকে গত ২১ ডিসেম্বর ২০২১ কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। ইতিমধ্যে আমরা সংগঠনকে গোছাতে ওয়ার্ড সহ তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত করেছি। সাংগঠনিক কায্যক্রম পরিচালনা করতে গিয়ে কিছু কিছু বিবেদ ভুলত্রুটির কারনে ভুলবুঝাবুঝির অবকাশ ঘটেছে।
তাছাড়া সিনিয়র নেতৃবৃন্দের বিবেদ, অনৈক্যে সাংগঠনিক প্রক্রিয়ার অগ্রযাত্রাকে ব্যহত করছে।
দুঃখ্য জনক হলেও সত্য যে, আমাদের বিবেদ অনৈক্যর সুযোগে বিরোধীদল তাদের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে এগিয়ে নিয়ে একটি সুসংহত অবস্থান তৈরি করে রাখছে।
আপরদিকে স্বাধীনতার ৫০ বছরে আমরা ঈদগাঁও উপজেলা পেলে ও কাংখিত জনমত আমাদের ঘরে তুলতে পারিনি। আমি মনে করি এটা আমাদের সাংগঠনিক ও রাজনৈতিক ব্যর্থতা। তৃণমূল আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের সাংগঠনিক কায্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে জননত্রেী শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদেরকে আবার ও রাষ্টক্ষমতায় আসতে হবে।
ইতিমধ্যে বিরোধীদল সহ তথাকথিত সুশিলসমাজ আমাদের সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে বিভিন্ন অপতৎপরতা শুরু করেছে।
বিরোধিী দলের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলের দূর্দিনের অবহেলিত ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করে সংগঠন কে গোছাতে সঠিক নেতৃত্বই পারবে এ সংকট থেকে উৎরে উঠতে।
এমনতর অবস্থায় আমার লব্দ ছাত্র রাজনীতির জীবন যৌবনের সোনালী সময়টুকু এ সংগঠনের পিছনে ব্যয় করে আমি এই ঈদগাঁওতে ছাত্রলীগের রাজনীতি পুনরুজ্জিবীত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো ধার করেছিলাম। যার সুবাদে এখান থেকে অনেক তরুন নেতৃত্ব জেলা ও উপজেলা পর্যায়ে সৃষ্টি হয়েছে।
আমার লব্ধ অভিজ্ঞতা, মেধা ও মনন দিয়ে এই ঈদগাঁও উপজেলাতে আবার ও আওয়ামীলীগের শক্ত ভীত তৈরি করতে আমি আপনাদের পাশে থেকে সংগঠনকে গোছাতে নিজেকে বিলিয়ে দিতে চাই।
আমি মনে করি একক ভাবে এ কাজ সম্পন্ন করা অত্যন্ত দূরহ। দলের দূর্দিনের রাজনৈতিক ত্যাগী নেতৃত্ব ও তারুণ্যের সম্বন্নয়ে আমি সংগঠনকে গেছাতে দায়িত্ব নিতে আপনাদের সবার সহযোগীতা কামনা করছি।
আমি মনে করি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ ততদিন নিরাপদ এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমাদের সকলের উচিত জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা।
আগামী দিনের কঠিন বৈতরী পাড়ি দিতে আমি নবগঠিত ইদগাঁও উপজেলা আওয়ামিলীগের ত্রীবার্ষিক সম্মলনে সাধারন সম্পাদক প্রার্থী হিসাবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
জয়বাংলা –জয়বঙ্গবন্ধু।