কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিমা আহমাদ মেরীকে অর্থনীতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২২ ভূষিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিতাসে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় এমপি মেরীর তিতাসস্থ রাজনৈতিক কার্যালয় ফুঁলচান ভবন প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সেলিমা আহমাদ মেরী বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন তিতাস-হোমনার মাটি আওয়ামীলীগের ঘাঁটি এবং শেখ হাসিনার ঘাঁটি। এই আসনে যে সকল রাজাকার ও রাজাকারের উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে বেহত করতে চান, তাদের ঠাই তিতাস-হোমনার মাটিতে হবে না ইনশাআল্লাহ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, আলম সরকার, হোমনা পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার, হোমনা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবুল, হোমনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মহিউদ্দিন, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা, মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শের-ই-আলম, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকবুল মাহামুদ প্রধান, নাজমুল হাসান কিরন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সাজ্জাদ শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী শাহ-আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ শাহিন সরকার, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভূঁইয়া, জগতপুর ইউনিয়ন আ.লীগ নেতা প্রবাসী সাইফুল ইসলাম রিপন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল খন্দকার রুবেল, হোমনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক পলাশ।
এছাড়াও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শত শত নারী উপস্থিত ছিলেন।
ভূষিত পদকটি সেলামি আহমেদ মেরী আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে গ্রহণ করবেন।