1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউন্সিলকে ঘিরে সরগরম মানিকছড়ি উপজেলা বিএনপি। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ

কাউন্সিলকে ঘিরে সরগরম মানিকছড়ি উপজেলা বিএনপি।

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৬ বার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় ২০১৮ সালে।
তবে সেই কমটি দীর্ঘ দিন দলকে ঐক্যবদ্ধ করে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে। এ ছাড়া দলে বিভাজন ও মতবিরোধ বাড়ায় ২০ জানুয়ারি কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপি। কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনামকে আহ্বায়ক করা হয়। আগামী ২৫ আগষ্ট নতুন রুপে মানিকছড়ি উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সরগরম মানিকছড়ি উপজেলা বিএনপি।

এই কাউন্সিল ঘিরে জেলা বিএনপির নেতাকর্মী নির্বাচন কমিশনের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ মোশারফ হোসেন, আবু তালেব, অটল চাকমা চাকমা।

হাত থেকে প্রার্থীতার ফরম গ্রহন করেন।
সভাপতি প্রার্থী মানিকছড়ি উপজেলার সাবেক ছাত্রদল নেতা উপজেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আহবায়ক এনামুল হক এনাম। মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসাবে ফরম নেন। আর কোন প্রার্থী না থাকায় একক সভাপতি ঘোষনা হয়েছে।

সিনিয়র সহসভাপতিঃ আরব আলী চেয়ারম্যান,
মাষ্টার আবুল কাশেম ভুইয়া, মোঃ ইউনুছ কোম্পানি, এলামুল হক মেম্বার, মাওঃ উলি উল্লাহ হুজুর।

সাধারণ সম্পাদক পদেঃ আবুল কাশেম চেয়ারম্যান, আবুল হাশেম ভুইয়া, নুরুজ্জামান মাষ্টার,মোঃ মীর হোসেন,

যুগ্ন সম্পাদকঃ
মিজানুর রহমান পাটোয়ারী,ডাঃ বেল্লাল হোসেন,
ডাঃ আলমাছ,মংশেপ্রু চৌধুরী,আবুল কালাম মুকবুল।

সাংগঠনিক (১)ঃ মোঃ মিজানুর রহমান সাবেক মেম্বার, আব্দুল জলিল, মোঃ রমজান হোসেন সেলিম,মোঃ তোফায়েল,
সাংগঠনিক (২)
মোঃ মনসুর আলী, ইব্রাহিম খলিল আল ফরিদী, মোঃ বেল্লাল হোসেন, প্রার্থীরা ফরম সংগ্রহ করে তাদের যোগ্যায় পদ প্রার্থী হয়েছেন।

সাক্ষাৎকারে আবুল হাশেম ভুইয়া রাজনৈতিকঃ ১৯৮৬ সাল যুবদল দিয়ে রাজনৈতিক পারাখা, উপজেলা যুগ্ন আহবায়ক, শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক সদস্যও জেলা বিএনপির সদস্য, ৩ বার কারা নির্যাতিত হিসাবে আমি আমাকে উক্ত পদে প্রার্থী হিসাবে ঘোষনা করলাম।

আবুল কাশেম চেয়ারম্যানঃ ১৯৮৮ সালে রাজনৈতি শুরু মামলার সংখ্যা-১৮ যুবদল ছিল আমার প্রথম রাজনৈতিক আদর্শ দীর্ঘ জীবন রাজনীতি করায় ও ত্যাগ পরিশ্রমের আজকে দাবীদার হিসাবে আমি উক্ত পদে প্রার্থী হিসাবে নিজেকে ঘোষনা করছি।

মীর হোসেনঃ সাধারণ সম্পাদক পদ প্রার্থী, আমার রাজনৈতিক শুরু ছাত্র মুরু ০৮সাল।
মামলার সংখ্যা-১৩,তিন বার কারা নির্যাতিত।মোট ৪বার হামলা।

আবুল হাশেম ভুইয়াঃ দীর্ঘদিন রাজনীতি আছি, মামলা হামলার শিকার হয়েছি। আজ আমি আমাকে উক্ত পদে প্রার্থী হিসাবে ঘোষনা করলাম।

নুরুজ্জামান মাষ্টারঃ শুরু ১৯৭৫ সালে ছাত্র জীবনে ১৯৮২ সালে মানিকছড়িতে রাজনীতে পা-রাখা, মামলা ০২ বিএনপির ব্যানারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম।

আগামী ২৫ আগষ্ট ২২ মানিকছড়ি উপজেলা কাউন্সিল হবে। প্রধান নির্বাচন কমিশনার মোশাররফ হোসেন বলেন ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করে কাউন্সিল করে মুল্যয়ন করা হবে।
বিনাপতিদদ্বিতায় সভাপতি এলামুল হক এনাম নির্বাচিত হওয়ায় মো. এনামুল হক এনাম বলেন, ‘জেলা বিএনপির অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। দলের ত্যাগী ও নির্যাতিত নেতা–কর্মীসহ সিনিয়র এবং জুনিয়রদের গঠনমূলক পরামর্শ নিয়ে দলের জন্য কাজকরে যাবো।
উপজেলায় বিএনপির কাউন্সিল ভোটার সংখ্য ৩৩৫ জন।
সভাপতি পদে-১, সহসভাপতি পদে-৫,সাধারণ সম্পাদক পদে-৪, সাংগঠনিক-১ পদে-৩ সাংগঠনিকপদে -৪ নির্বাচন হবে।

এই কাউন্সিলকে ঘিরে দলিয় অফিসে ব্যানার পোস্টারে চেয়ে গেছে। মামলা হামলার ঘটনা উপস্থাপন করে ত্যাগিদের বিভিন্ন ব্যানারে জানান দিচ্ছে।
উপজেলার ৪টি ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ডে এখন বিএনপির নেতাকর্মীদের আলোচনা সমালোচনা চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।
অন্য দিকে প্রার্থীরা দোয়া সমর্থ চেয়ে পুরা উপজেলা ব্যানারে চেয়ে গেছে।

ত্যাগি নেতাকর্মীরা মনে করছে এখন তাদের মুল্য করছেন দলেরশীর্ষ নেতারা। আগামী কমিটি সরকার পতনের যতরকম কর্মসূচী আহ্বান করা হবে তারা উৎপল্লে পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম